• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়

সাজিদ ইস্যুতে আল কুরআন বিভাগের সভাপতি

   ২৩ জুলাই ২০২৫, ০৫:২৫ পি.এম.
ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্ মৃত্যুর সুষ্টু তদন্ত নিশ্চিতে আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি বলেছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়। এবিষয়ে অত্যন্ত সচেতনতার সাথে আপনাদের ভূমিকা রাখবেন।

বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের  শিক্ষাক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "অনেক সময় দেখা যায় শুধুমাত্র ট্র্যাকের বাহিরে কথা বলার কারণে মূল দাবি হারিয়ে যায়৷ আমিতো চাই বিচার। বিশ্ববিদ্যালয়ের লাইট ঠিক করা, পুকুর ঠিক করা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু বিচার প্রক্রিয়ার আগে যদি লাইটের দাবি বেশি আসে তাহলে বিচার প্রক্রিয়া ব্যাহত হবে এটাই স্বাভাবিক।

সাজিদ হত্যাকাণ্ড আমাদের চোখ খুলে দিয়েছে যে, এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় কতটা দুর্বল। আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়। এবিষয়ে অত্যান্ত সচেতনতার সাথে আপনাদের ভূমিকা রাখবেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখানে কোনো অপব্যবহার হবে না, সকল কিছুর প্রচারণা গুলো হতে হবে সঠিক। আপনাদের কাছে আমি এই সহযোগিতা কামনা করছি। 

তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগ-সহ সকল সচেতন ছাত্রজনতা, ছাত্র-সংগঠন ও সাংবাদিকদের সঠিক ও সহায়ক ভূমিকা পালন করতে আহ্বান করেন। 

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন-সহ অন্যান্য শিক্ষকেরা।

এছাড়াও উপস্থিত ছিলেন শাখা বৈছাআ'র সমন্বয়ক এস এম সুইট,  ছাত্রশিবির সভাপতি মু. মাহামুদুল হাসান, ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহন্মেদ, ছাত্র ইউনিয়ন সভাপতি নূর আলম সিদ্দিকী, ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত মজলিস সভাপতি সাদেক আহমেদ-সহ সংগঠনগুলোর  নেতাকর্মীরা।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ