• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুলাই ২০২৫, ০৪:২০ পি.এম.
প্রধানমন্ত্রীর বাস ভবন হিসেবে ব্যবহৃত ‘গণভবন’ এখন জাদুঘরে রূপান্তরিত হচ্ছে। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের তারিখ এখনও ঘোষিত না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসস্থানের প্রস্তুতি শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এরই মধ্যে রাজধানীর কয়েকটি সম্ভাব্য স্থানে সরেজমিন পরিদর্শন শেষে সুপারিশমালা জমা দিয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি। নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোডের কিছু সরকারি সম্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গণভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার হবে না। সেখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ‘গণজাগরণ জাদুঘর’ গড়ে তোলা হচ্ছে। এর প্রেক্ষাপটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত ছয় সদস্যের কমিটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের ২৪ ও ২৫ নম্বর বাংলোকে নতুন সরকারপ্রধানের বাসভবন হিসেবে বিবেচনার সুপারিশ করেছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরোনো মাঠও পরিদর্শন করেছে কমিটি। তবে স্থাপত্য নকশা ও সময়সাপেক্ষ কাজের কারণে সেই স্থানকে উপযুক্ত বিবেচনা করা হয়নি।

মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ৩০টি ফ্ল্যাট থাকলেও তার অনেকগুলো এখন বিচারপতি, উপদেষ্টা ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দখলে। তাই ভবিষ্যৎ সরকার গঠনের পর নতুন মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দ দিতে সমস্যার আশঙ্কায় আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মিন্টো রোড ও বেইলি রোডে কয়েকটি ঐতিহাসিক বাংলোবাড়িতে নতুন ভবন নির্মাণ করে মন্ত্রীদের আবাসন সুবিধা বাড়ানোর প্রস্তাব করেছে কমিটি। এসব জায়গায় ১২+১২ অর্থাৎ ২৪ জন মন্ত্রীর থাকার ব্যবস্থা হতে পারে বলে জানানো হয়েছে।

ঐতিহাসিক ভবন ভাঙা যৌক্তিক কি-না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বাংলোবাড়ির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব থাকায় স্থাপত্য অধিদপ্তর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য।

ধানমন্ডি ও গুলশানের দুটি সরকারি পরিত্যক্ত বাড়িতে মন্ত্রীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রস্তাবও রয়েছে কমিটির প্রতিবেদনে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির প্রধান ফারুক আহম্মেদ জানান, নির্বাচিত সরকারের জন্য বাসাবাড়ি বরাদ্দ সংক্রান্ত সুপারিশমালা জমা দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ