• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম জারি

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
শাহজালাল বিমানবন্দর। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত বা বিদায় জানাতে প্রবেশকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী বিমানবন্দরের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন।

শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে জানানো হয়, যাত্রী চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, যানজট এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে তাকে বিদায় বা স্বাগত জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে যাত্রী ও তাদের সঙ্গীদের নিরাপত্তা ও কার্যকর পরিবেশ নিশ্চিতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

নতুন বিধিমালা আগামী রবিবার, ২৭ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া