• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেবাকে দায়িত্ব হিসেবে নিলেই জুলাই আন্দোলন সার্থক হবে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ০৩:৩২ পি.এম.
বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
সেবাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারলেই জুলাই আন্দোলন সার্থক হবে। আহতদের হারানো দৃষ্টি আমাদের দেখার ক্ষমতা বৃদ্ধি না করলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান।

শনিবার (২৬ জুলাই) রাজধানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫'-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন।

বক্তব্যে তিনি রাষ্ট্রের বিভিন্ন খাতে বিগত সরকারের দুর্বৃত্তায়নের চিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতের ন্যায়ভিত্তিক বাংলাদেশে যোগ্যরা যোগ্য স্থানে থাকবে। বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও ইউএস-বাংলা বিমানের টিকিট।আয়োজনের অংশ হিসেবে ছিল রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শনী। এ সময় নিজে রক্তদান করে সবাইকে উৎসাহিত করেন উপদেষ্টা বশির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই যোদ্ধাদের আন্দোলনের স্মৃতিচারণে ভারি হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সমাপ্তিতে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর
ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু
ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু
শুরু হলো পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের দুই দিনব্যাপী প্রদর্শনী
শুরু হলো পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের দুই দিনব্যাপী প্রদর্শনী