৬৪ জেলায় চাকরির সুযোগ সৃষ্টি করা হবে: পাটোয়ারী


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, এনসিপির নেতৃত্বে সরকার গঠন হলে দেশের ৬৪ জেলায় চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।
শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারের বেরিরপাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “চাকরির জন্য দেশের তরুণরা আন্দোলনে নামলেও আজও তাদের ব্যবস্থা হয়নি। বাজারে গিয়ে মধ্যবিত্তরা খালি হাতে ফিরছে। এমন বাংলাদেশ আমরা চাই না।”
তিনি আরও বলেন, “জনগণের টাকায় চলা প্রশাসন যদি তাদের সেবা না দেয়, তবে তা বাতিলযোগ্য। ৫০ শতাংশ তরুণের দেশে একটি চাকরির জন্য হাজার আবেদন—এটা খুবই দুঃখজনক।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে জমায়েত হয়ে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/ আরিফ