• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র সফ‌রে গে‌লেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০১:৪৫ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৭ জুলাই) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভুঁইয়া।

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব (A/RES/79/81)-এর আলোকে আয়োজিত তিনদিনব্যাপী এই সম্মেলনে গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে উপদেষ্টার।

সম্মেলন শেষে আগামী ১ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এর আগে চলতি মাসেই তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া