• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বিএনপি নেতা পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০৫:১৯ পি.এম.
টাঙ্গাইলে নিহত শিক্ষার্থীদের বাড়িতে যাচ্ছেন আব্দুস সালাম পিন্টুসহ বিএনপি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের দুই শিক্ষার্থী—তানভীর আহমেদ ও হুমায়রার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে টাঙ্গাইলে তাদের বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু।

রোববার (২৭ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সফর করেন।

প্রথমে তিনি টাঙ্গাইলের মির্জাপুরে নিহত অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এরপর তিনি সখিপুরে গিয়ে নিহত ছাত্রী হুমায়রার বাড়িতেও সমবেদনা জানান।

এ সময় পিন্টু বলেন, – প্রথমে যখন বিমান প্রশিক্ষণের ঘাঁটি স্থাপন করা হয়েছিল, তখন ওই এলাকায় তেমন বসতি ছিল না। তাই কোনো ঝুঁকিও ছিল না। কিন্তু এখন সেখানে ঘনবসতি গড়ে উঠেছে। সেই কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে এই প্রশিক্ষণ কেন্দ্রটি সরিয়ে নেওয়া উচিত এবং নিরাপদ বিকল্প জায়গায় স্থানান্তর করা দরকার।

তিনি নিহতদের পরিবারের প্রতি সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। পিন্টু বলেন, – শুধু সমবেদনা জানানো নয়, আমরা এই পরিবারের পাশে থাকতে চাই বাস্তবভাবে।

সফরকালে বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানিজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ স্থানীয় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু