• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিজভীর জাল স্বাক্ষরে ছাত্রদলের ভুয়া কমিটি ভাইরাল

   ২৭ জুলাই ২০২৫, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বলে ফেসবুকে ছড়িয়ে পড়া কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির প্রেস বিজ্ঞপ্তি এবার আবারো ভাইরাল হয়েছে। তবে রিজভী নিজেই দ্রুত তা ভুয়া বলে ঘোষণা দিয়েছেন।

রোববার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী স্পষ্ট করে জানান, ফেসবুকে ছড়ানো ওই প্রেস বিজ্ঞপ্তিটি তার স্বাক্ষর জাল করে বানানো হয়েছে এবং এটি সম্পূর্ণ মিথ্যা ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন।

রিজভীর বক্তব্য অনুযায়ী, ‘আমি নিম্নস্বাক্ষরকারী রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ঘোষণা করছি যে, কোনো স্বার্থান্বেষী মহল আমার স্বাক্ষর জাল করে ২৬ জুলাই ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে যা সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া। আমাদের দল থেকে গণমাধ্যমে পাঠানো কোনো বিজ্ঞপ্তি এর সঙ্গে মেলে না।’

এর আগেও গত শুক্রবার (২৫ জুলাই) রিজভীর স্বাক্ষর জাল করে বিএনপির কুমিল্লার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা, মতলব পৌরসভা ও ছেংগারচর পৌরসভাধীন দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্তির ভুয়া সংবাদ ছড়ানো হয়েছিল। তখনো রিজভী ভুয়া বিজ্ঞপ্তি হিসেবে তা প্রত্যাখ্যান করেন এবং নেতাকর্মীদের সতর্ক করেন।

অন্যদিকে, গত বছরের ১১ নভেম্বরেও চাঁদপুর কচুয়া উপজেলার বিএনপির কমিটি বিলুপ্তির বিষয়ে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছিল, যা রিজভী তৎক্ষণাৎ উড়িয়ে দিয়েছিলেন।

বিএনপির এই শীর্ষ নেতার বার্তা, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা ভুয়া সংবাদে বিভ্রান্ত হবেন না এবং যে কোনো সন্দেহজনক তথ্য যাচাইয়ের পরেই গ্রহণ করবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত