• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনুগত পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য বিপর্যয়ের কারণ: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৬:০৫ পি.এম.
সাইফুল হক। ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাংলাদেশে ভারতকে নিয়ে বর্তমান অনুগত পররাষ্ট্রনীতি দেশকে গুরুতর বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।

রোববার (২৭ জুলাই) সকালে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক ও জলসম্পদের সংকটের প্রসঙ্গ তুলে মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, ‘আন্তর্জাতিক ফোরামে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ বলিষ্ঠভাবে না কথা বলায় এদেশের মানুষ ভারতের পানি আগ্রাসনের শিকার হচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ভারত মনস্তাত্ত্বিকভাবে মেনে নিতে পারেনি, কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে ন্যূনতম কাজের সম্পর্ক বজায় রাখতে হবে।’

অন্যদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘পানি এখন শুধু প্রাকৃতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রশ্ন। তাই আমাদের রাজনৈতিকভাবে এর মোকাবিলা করতে হবে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান