• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

৫৪৭ কর্মকর্তা ছাঁটাইয়ের প্রতিবাদে আরাফাহ ব্যাংকের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ১২:৫৭ পি.এম.
আল আরাফাহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

‘মূল্যায়ন পরীক্ষার’ নামে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর মতিঝিলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন ছাঁটাই হওয়া কর্মকর্তারা। তারা দাবি করছেন, পূর্ব কোনো নোটিশ কিংবা যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে।

৫৪৭ জন কর্মকর্তাকে আকস্মিকভাবে চাকরিচ্যুত করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাঠানো এই ছাঁটাইপত্রে বিস্মিত, ক্ষুব্ধ এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

ছাঁটাইকৃতদের অভিযোগ, ২০২৫ সালের জানুয়ারিতে ব্যাংকের পক্ষ থেকে একটি ই-মেইলে জানানো হয়, একটি “মূল্যায়ন পরীক্ষা” অনুষ্ঠিত হবে, যা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত একটি আনুষ্ঠানিকতা। ই-মেইলে বলা হয়েছিল, এই পরীক্ষায় পাশ-ফেল বা মূল্যায়নের কোনো প্রশ্ন নেই—স্রেফ উপস্থিত থেকে স্বাক্ষর করলেই চলবে।

কিন্তু পরীক্ষার হলে গিয়ে কর্মকর্তারা দেখতে পান, সেটি আসলে পূর্ণাঙ্গ নিয়োগ পরীক্ষার মতো করে নেওয়া হয়েছে, যেটিতে নানা ধরনের প্রশ্নপত্র ছিল। এতে অংশগ্রহণকারীরা বিভ্রান্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে কোনো ধরনের ফলাফল প্রকাশ না করেই গত ২০ জুলাই সকালবেলা তাদের ই-মেইলে ছাঁটাইপত্র পাঠানো হয়।

ওই চিঠিতে জানানো হয়, তাদের চাকরি বাতিল করা হয়েছে। ছাঁটাই হওয়া একাধিক কর্মকর্তা জানান, দুই ধাপের পরীক্ষায় মোট ১,৪১৪ জন অংশ নিয়েছিলেন। কিন্তু কতজনকে ছাঁটাই করা হয়েছে, কী ধরনের মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সেই সম্পর্কে এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

এমন আচরণকে ‘কৌশলগত প্রতারণা’ এবং ‘নিষ্ঠুর মানবসম্পদ নীতি’ আখ্যা দিয়ে চাকরিচ্যুত কর্মকর্তারা এর নিন্দা জানান। একই সঙ্গে তারা দ্রুত ছাঁটাই আদেশ প্রত্যাহার এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব