• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পুলিশ-প্রশাসনসহ অনেকেই নিরপেক্ষ আচরণ করছে না: নাহিদ

জামালপুর প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ০১:১৩ পি.এম.
পথসভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শুধু উপদেষ্টারাই নয়—পুলিশ ও প্রশাসনের অনেক সদস্যও নিরপেক্ষ আচরণ করছেন না। তিনি বলেন, জুলাই সনদের পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সমতাভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি সামনে আসবে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোয় জুলাই আন্দোলনের শহীদ ১১ জনের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি জানান, এনসিপি চায় উচ্চকক্ষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে এবং ভোটারের অনুপাতে গঠিত হোক। তবে এই প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমতের অভাবে এনসিপির পক্ষ থেকে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এখনও কিছুটা সন্দেহ রয়েছে। তবু ৫ আগস্টের আগেই সনদটি স্বাক্ষরিত হবে বলে তারা আশাবাদী।

গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে দলের বক্তব্যের প্রেক্ষিতে নেত্রকোণায় বিএনপির প্রতিবাদ সম্পর্কে নাহিদ বলেন, তা একটি গণতান্ত্রিক অধিকার। একইসঙ্গে তিনি বিএনপিকে আহ্বান জানান—যদি তাদের কোনো বক্তব্য থাকে, তারা যেন তা প্রকাশ করে।

এর আগে জামালপুরে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা করে এনসিপি। অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। শহরের তমালতলা থেকে পদযাত্রা শুরু হয়ে বকুলতলা চত্বর ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, শেরপুরে গতকালের পদযাত্রা ও পথসভা শেষে রাতে এনসিপির নেতৃবৃন্দ সড়কপথে জামালপুরে পৌঁছান। পরে হযরত শাহ জামাল (রঃ) এর মাজার জিয়ারত এবং দয়াময়ী মন্দির পরিদর্শন করেন তারা। মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভাতেও অংশ নেন তারা।

আজকের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম