• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

‘যদি এবং তবে’ দিয়েই নির্বাচন নিয়ে লুকোচুরি চলছে: নিলুফার মনি

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ০৮:১৬ পি.এম.
নিলুফার চৌধুরী মনি। ছবি : সংগৃহীত

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

সম্প্রতি একটি ইউটিউব ভিডিও বার্তায় তিনি বলেন, —প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কখনোই স্পষ্ট কিছু বলেন না, বরং তার বক্তব্যে সবসময় ‘যদি’ আর ‘তবে’ লুকিয়ে থাকে। এমন অবস্থায় তিনি নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করবেন কি না, সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। তার ‘লুকোচুরি’ মনোভাব থেকেই বোঝা যায়, তিনি ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।

নিলুফার বলেন, —যখনই প্রধান উপদেষ্টা সংকটে পড়েন, তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে আনেন। কিন্তু কী বিষয়ে আলোচনা হবে, এজেন্ডা কী—সেসব কিছুই বলেন না। অথচ বাইরে প্রচার করা হয়—সব কিছুতে নাকি সমন্বয় হচ্ছে, জাতীয় ঐক্য রয়েছে। এটা কেবল ‘দেখানোর’ রাজনীতি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, —পুলিশের নথি বলছে, গত ১০ মাসে দেশে খুন হয়েছে ৩ হাজার ৫৫৪ জন। এটা প্রমাণ করে যে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আর কোনো কোনো রাজনৈতিক দলের উস্কানিমূলক কার্যকলাপে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এমনকি আসামিকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে।

নিলুফার চৌধুরী বলেন, —এই সরকারে যারা একবার চেয়ারে বসে, তারা আর উঠতে চায় না। অথচ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। গণতন্ত্রের সবচেয়ে মৌলিক বিষয় হলো নির্বাচন। সেই নির্বাচনই যদি না হয়, তাহলে সাড়ে পনেরো বছর ধরে যে আন্দোলন, সংগ্রাম, রক্ত, খুন, গুম—এসব কিসের জন্য হলো? জনগণকেই এর জবাব খুঁজে বের করতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম