• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ১০:৩৭ এ.এম.
উপদেষ্টা মাহফুযজ আলম। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তাঁর বিরুদ্ধে চলমান অপপ্রচারের পেছনে রয়েছেন বিভিন্ন দলের প্রভাবশালী কয়েকজন ‘মহারথী’। তিনি দাবি করেছেন, কিছু লোকের ‘লেজ কাটা যাচ্ছে’ বলেই তাঁকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে সব ষড়যন্ত্রই একে একে প্রকাশ পাবে।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, –তদবিরের কথা উঠলো যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করান। সে ব্যক্তি বিটিভির একটি টেন্ডারের কাজ করে দিতে চায় এবং তার বিনিময়ে কিছু পার্সেন্টেজ দেওয়ার কথা বলে। সেইসঙ্গে জুলাই মাসের কিছু আন্তর্জাতিক প্রোগ্রামে সহায়তার প্রস্তাব দেয়। আমি জানতে পেরে স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং কাজটি বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ওই ব্যক্তি গোপনে কথোপকথনের রেকর্ড করে তা এক সাংবাদিককে পাঠায়। সাংবাদিকটি তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি বলেন, –এই কাজ আমরা অনুমোদন দিইনি। সাংবাদিক বিশ্বাস করে ওই রেকর্ড প্রকাশ করেননি।

পোস্টে উপদেষ্টা লিখেছেন, –আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লাগছে। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্র একদিন প্রকাশ পাবে। আমার বিরুদ্ধে গত এক বছরে যত অভিযোগ উঠেছে, এর একটিও দুর্নীতি বা আর্থিক লেনদেন সংক্রান্ত নয়। কারণ আমি কোনো রাষ্ট্রীয় আমানতের খেয়ানত করিনি। রাষ্ট্রের দায়িত্ব একটি পবিত্র আমানত, যা হাজার কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান।

মাহফুজ আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, জুলাই মাস কিছু লোকের কাছে ‘পলিটিকাল মবিলিটির ল্যাডার’ বা রাজনৈতিক উঠোনে ওঠার মই হয়ে উঠেছে। কয়েকটি দলের শীর্ষস্থানীয় নেতারা তাঁদের রাজনৈতিক সুবিধার জন্য তাঁকে ও তাঁর টিমকে টার্গেট করছেন বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষে তিনি লেখেন, –সবার এখন গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার। শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এদের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির শুদ্ধধারা বাধাগ্রস্ত হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি