টপ নিউজ
তফসিল ঘোষণা, ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর
২৯ জুলাই ২০২৫, ০৪:৩২ পি.এম.


ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর ভোটগ্রহণ চলবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসুর সব রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমপি