• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

উপদেষ্টা আসিফ মাহমুদের গ্রেপ্তার দাবি করলেন এক প্রবাসী নারী

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৪:৩৬ পি.এম.
আসিফ মাহমুদ, বিল্লাল হোসেন ও ফাতেমা বিভা। ছবি : সংগৃহীত

সরকারি অর্থ আত্মসাৎ, নারী নির্যাতন, রিমান্ডে শারীরিক নিপীড়ন ও পরিকল্পিত হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে একজন ক্ষমতাসীন রাজনৈতিক উপদেষ্টার বাবার বিরুদ্ধে। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে এবং প্রশাসনের একটি মহলের নীরব সহযোগিতায় এসব অপরাধ দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ও তার সহযোগীরা।

সম্প্রতি ফাতেমা বিভা নামের এক জাপান প্রবাসী নারী ভিডিও বার্তায় এসব অভিযোগ করেন। তিনি অবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদের বরখাস্ত ও গ্রেপ্তার দাবিও করেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত উপদেষ্টার বাবার উপস্থিতিতে এক প্রধান শিক্ষিকাকে স্কুল চত্বরে শাড়ি তুলে নির্যাতন করা হয় এবং এরপর তাকে এলাকায় ঘোরানো হয়। আরেকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়ার পর রিমান্ডে ভয়াবহ শারীরিক নির্যাতন চালানো হয়।

সবচেয়ে ভয়াবহ অভিযোগটি হচ্ছে—তিনজন নিরীহ নাগরিককে তাদের নিজ বাড়িতে চার ঘণ্টাব্যাপী ঘেরাও করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধু, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান শিমুল বিল্লাহ জড়িত বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

এছাড়াও অভিযোগ রয়েছে, এই উপদেষ্টার পরিবার এলাকার একটি সরকারি পুকুর দখলে রেখেছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ দলের মনোনীত পুলিশ সুপারকে এলাকায় বসানো হয়েছে।

এমন ভয়াবহ ও ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই চেয়ে একজন ওই নারী সরাসরি সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছেন আসিফ মাহমুদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। তিনি বলেন - ‘এসব অপরাধীর হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় নেই?’

স্থানীয় প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ উঠায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন এসব অভিযোগ সম্পর্কে মুখ না খুললেও, স্থানীয় মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি