• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৪:৪৪ পি.এম.
বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়। ছবি-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত চলবে এই তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। তিনি জানান, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় প্রাথমিকভাবে একটি সম্পূরক তালিকা প্রকাশের চিন্তা ছিল কমিশনের। কিন্তু আইন সংশোধন দ্রুত সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, চলতি বছরের হালনাগাদ তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই এ তথ্য প্রকাশ করা হবে।

নতুন তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে নানা প্রস্তুতি নিচ্ছে।

সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিকেই এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও কাজ এগিয়ে নিচ্ছে পুরোদমে।

জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী কয়েক দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান
সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান
ফিরছে ‘না’ ভোট, বাতিল ইভিএম : ইসি সানাউল্লাহ
ফিরছে ‘না’ ভোট, বাতিল ইভিএম : ইসি সানাউল্লাহ