• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনবিআরের সাবেক সচিব

নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৭:২৮ পি.এম.
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান। ছবি-সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নামে তিন কোটি ৬৫ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ও পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। নজিবুর রহমানের ৩২৭৬ বর্গফুটের এ ফ্ল্যাটটি রমনায় অবস্থিত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার একটি বিচারিক আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। ওই আবেদনে বলা হয়েছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদদের তথ্য পাওয়া যায়। রেকর্ডপত্র পর্যালোচনায় সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি বলে আদালতে জানানো হয়েছে।

পরে শুনানি শেষে ফ্ল্যাট জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের সাতই অক্টোবর তাকে রমনা থেকে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে ২০ টাকা কমলো দেশি পেঁয়াজের দাম
দেশজুড়ে ২০ টাকা কমলো দেশি পেঁয়াজের দাম
চড়া তেল-পেঁয়াজ, কমেছে শীতের সবজির দাম
চড়া তেল-পেঁয়াজ, কমেছে শীতের সবজির দাম
দরপতনের বৃত্তেই আটকে দেশের শেয়ারবাজার
দরপতনের বৃত্তেই আটকে দেশের শেয়ারবাজার