• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০২:৩৯ পি.এম.
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের বিদায়ের আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি মনে করেন, সংকট সমাধানে এখনই ক্ষমতা হস্তান্তরের রূপরেখা স্পষ্ট করা জরুরি।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, সরকার যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজনে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

ড. দেবপ্রিয় বলেন, –এই সরকার কোন প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বে, সেটি এখনই স্পষ্ট করা প্রয়োজন। সংস্কার চলমান প্রক্রিয়া; যতটুকু না করলেই নয়, ততোটুকুই করা উচিত।– তিনি আরও যোগ করেন, –অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ ভবিষ্যতের সরকার কতটা বৈধতা দেবে, সে বিষয়েও এখন থেকেই ভাবতে হবে।

একই সেমিনারে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, –সংস্কারের নামে সরকার আসলে সময়ক্ষেপণ করছে, যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়।– তার মতে, নির্বাচন আর দেরি না করে আগামী অক্টোবরেই হওয়া উচিত। তিনি আরও বলেন, –পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ভালো হলেও বর্তমানে তা সময়োপযোগী নয়। এখন প্রয়োজন দ্রুত ও সুষ্ঠু নির্বাচন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি