• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

চাঁদাবাজদের নাম প্রকাশের দাবি জানালেন ফারুক

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০২:৫৯ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

সরকারের বিরুদ্ধে চাঁদাবাজদের নাম গোপন রাখার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ২০০০ কোটি টাকার চাঁদাবাজদের নাম দ্রুত প্রকাশ করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারকে উদ্দেশ করে বলেছেন, –চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা, কিন্তু ২০০০ কোটি টাকার চাঁদাবাজদের নামও আপনাদের কাছে আছে, তা প্রকাশ করুন অতিসত্বর। গত ১১ মাসে কে কী করেছে, তা প্রকাশ করুন।

বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে ফারুক বলেন, –ক্ষমতায় আসার ১১ মাস পার হলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। অথচ স্বাধীনতার পর তত্ত্বাবধায়ক সরকারের সময় মাত্র তিন মাসের মধ্যেই নির্বাচন হয়েছিল। এখন জনগণের মনে প্রশ্ন—কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে?

তিনি আরও বলেন, –আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের নেত্রী এরশাদবিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। আজ তাঁর ছেলে তারেক রহমান গণতন্ত্রের জন্য দেশের বাইরে থেকেও সংগ্রাম করছেন। অথচ ১১ মাস পরেও আমরা জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন পেলাম না।

জামায়াত প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, –আপনারা এক সময় আমাদের বন্ধু ছিলেন, দিল্লির বিরুদ্ধেও একসঙ্গে লড়াই করেছি। এখন যখন নির্বাচন সামনে, তখন নানা অজুহাতে পিআর বা সংবিধান সংশোধনের কথা বলে নির্বাচন এড়িয়ে যাওয়া হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণা।

বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরে ফারুক বলেন, –আমাদের কর্মীরা যদি কোনো অন্যায় করে, তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কার করেছেন। অথচ যুবলীগ-ছাত্রলীগ ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে, তারা বহাল তবিয়তেই আছে।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, –দুই কোটি টাকার কিছু লোককে ধরেছেন, ভালো কথা। কিন্তু ২০০০ কোটি টাকার দুর্নীতির তথ্য তো আপনাদের হাতেই আছে, তাদের নামও প্রকাশ করুন। জনগণ সব বোঝে। কারও কান কথা শুনে লাভ নেই। গ্যাস, চাল, ডাল, সব কিছুর দাম কমান। আইনশৃঙ্খলা ঠিক রাখুন। দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। অস্থিতিশীলতা বাড়াবেন না।

তিনি আরও বলেন, –আমরা হাসিনার মতো রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় যেতে চাই না। জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চাই। চুরি বা ডাকাতির মাধ্যমে নয়।

ফারুক আশা প্রকাশ করেন, –নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে যাবে এবং এই অন্তর্বর্তী সরকারের নাম ইতিহাসে ইতিবাচকভাবে লেখা থাকবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি এম ইসলাম বাদল তালুকদার। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম