আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে


ভোটার সংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসে গাজীপুরে একটি আসন বাড়ানোর ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, –যেসব জেলায় ভোটার বেশি, সেখানে আসন বাড়ানো হচ্ছে; আর যেসব জেলায় ভোটার কম, সেসব জেলায় আসন কমানোর সিদ্ধান্ত হয়েছে। গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে প্রতি আসনে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন। এ ভিত্তিতে সবচেয়ে বেশি ভোটার থাকায় গাজীপুরে একটি আসন বাড়ানোর ও তুলনামূলকভাবে কম ভোটার থাকায় বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।
কমিশনার জানান, নির্বাচন কমিশন এখন পর্যন্ত মোট ৩৯টি আসনের সীমানা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ায় পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরিয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭ ও ৮, বাগেরহাট-২ ও ৩ এবং খুলনার (আগের মতোই) আসনগুলোতে সীমা পরিবর্তনের প্রস্তাব এসেছে।
তবে যদি কোনো ব্যক্তি বা দল এই সীমা পুনর্বিন্যাসের বিষয়ে আপত্তি তোলে, তাহলে তা ১০ আগস্টের মধ্যে নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ দেবে কমিশন।
তিনি আরও জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এ দায়িত্ব পালনে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয় এবং ২০২২ সালের জনশুমারির নির্দিষ্ট কিছু তথ্য এতে বিবেচনায় নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ডিআর