• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩৯টি সংসদীয় আসনের সীমানা বদলের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সারা দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন সংক্ষুব্ধ ব্যক্তিরা।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ভোটার সংখ্যা ও ভৌগোলিক ভারসাম্য বিবেচনায় নিয়ে ৩৯টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করে খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে সংবিধান অনুযায়ী কমিশনের এখতিয়ার রয়েছে।

তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে যে কেউ আপত্তি জানাতে পারবেন। পরে আপত্তিগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি হতে পারে ভোটার সংখ্যা
জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি হতে পারে ভোটার সংখ্যা
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ