• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রিয়াদের বাড্ডার বাসা থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৩:২২ পি.এম.
আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ। ছবি : সংগৃহীত

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বাড্ডার একটি মেস বাসা থেকে প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা-পুলিশ। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা।

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরেকটি মেস বাসার সন্ধান পায় পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে রাজধানীর বাড্ডা এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই বাসার একটি রুমে একাই থাকতেন রিয়াদ। তার রুমের ছোট একটি ওয়ার্ডরোবে রাখা ছিল উদ্ধারকৃত টাকাগুলো।

ওসি আরও জানান, অভিযুক্ত রিয়াদের বাসাটি চার রুমের একটি সাধারণ ফ্ল্যাট। অন্য তিন রুমে চার-পাঁচজন ছাত্র একসঙ্গে থাকেন, তবে রিয়াদ একাই একটি রুম দখলে রেখেছিলেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন রিয়াদের অপর একটি বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসছে চাঁদাবাজির নানা চমকপ্রদ তথ্য।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন
বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন