• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে যৌথ উপলব্ধির প্রয়োজন: সেনাপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৪:২০ পি.এম.
সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। ছবি-সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শাসনব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুসমূহে কার্যকর নেতৃত্ব এবং অংশীজনদের মধ্যে যৌথ উপলব্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিষ্ঠিত হয়েছে প্রতিরক্ষা, নিরাপত্তা, কৌশল এবং উন্নয়ন সংক্রান্ত জাতীয় উদ্বেগের ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে। ক্যাপস্টোন কোর্স এই কলেজকে এমন একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত করেছে, যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন।’

তিনি বলেন, ‘এর লক্ষ্য অংশগ্রহণকারীদেরকে জাতীয় ইস্যু ও চ্যালেঞ্জগুলো বুঝে নেতৃত্ব প্রদানে সক্ষম করে তোলা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার মনোভাব তৈরি করা।

সেনাপ্রধান বলেন, ‘আমি আনন্দিত যে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এটি এই কোর্সের প্রাসঙ্গিকতা ও বিভিন্ন সংস্থার আস্থার প্রতিফলন।’

ক্যাপস্টোন ফেলোদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোর্স চলাকালীন দেশের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার গভীর বিশ্লেষণ করেছেন। আমাদের দেশ গত পাঁচ দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনারা নিজ নিজ ক্ষেত্রে স্ট্র্যাটেজিক লিডার হিসেবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করবেন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, এনডিসি আপনাদের জন্য একটি অনুকূল জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তুলতে পেরেছে। এই কোর্সে অর্জিত বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অভিজ্ঞতা আপনাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই বন্ধুত্ব ভবিষ্যতে নতুন উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করবে।’

এ সময় সেনাপ্রধান কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য ক্যাপস্টোন ফেলোদের এবং কোর্স পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া