অভ্যুত্থানের মাধ্যমে সচেতন জনগণ তৈরি হয়েছে : গোলাম পরওয়ার


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অভ্যুত্থানের মাধ্যমে সচেতন ও সজাগ জনগণ তৈরি হয়েছে বাংলাদেশে। জামায়াত নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।
শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলা জাতীয় সেমিনারে এই কথা জানান তিনি। ‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, ‘চব্বিশের জানুয়ারি থেকেই তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে সাধারণ মানুষ। জুন থেকেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি।’
ভিওডি বাংলা/ এমএইচ