• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে ‘জুলাই আর্টওয়ার্ক’

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৬:১৫ পি.এম.
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, সংগৃহীত ছবি

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। তেমনি এই ‘জুলাই আর্টওয়ার্ক’ ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।

শুক্রবার (১ আগস্ট) বিকালে রাজধানীর বিজয় স্মরণীতে ‘জুলাই আর্টওয়ার্ক’ শিল্পপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের আমলে মানুষ যে শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে, তা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় বের হলেই তা দেখতে পাবে। তিনি আরও যোগ করেন, স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াই কঠিন ও সময়সাপেক্ষ। তবে সবাইকে নিয়ে এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় কারওয়ান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের নিপীড়ন এবং বিজয় স্মরণী থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬টি পিলারে গ্রাফিতি শিল্পকর্ম তৈরি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার