• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাইয়ের ইতিহাস এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস- জাগপা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পি.এম.
জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান ফারুকী

জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান ফারুকী বলেছেন, জুলাইয়ের ইতিহাস এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস। অগণিত লাশের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।  আমাদের মনে রাখতে হবে জুলাই না হলে অনেক নেতারা তাদের স্বজনদের জানাজায়ও শরীক হতে পারতেন না। নেতারা বিদেশ থেকে দেশে ফেরত আসতে পারতেন না। রাজবন্দীরা মুক্ত হতে পারতেন না ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের কারণে  রাজবন্দীরা মুক্তি পেয়েছেন। গুম হওয়া স্বজন গুলো ফিরে এসেছেন। ধানক্ষেতে ঘুমিয়ে থাকা ভাইয়েরা সন্তান-বাবা,মায়ের সানিধ্য পেয়েছেন। আজ সেই জুলাই কেন বিতর্কিত? কেন অনৈক্যের আভাস রাজনৈতিক মহলে। 

শুক্রবার (১ লা আগস্ট) বাদ জুম-আ বায়তুল মোকাররম মসজিদ এর সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত "৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও" কর্মসূচী সফল করার লক্ষ্যে  বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি বক্তব্যে এসব কথা বলেন।

জাগপা ছাত্রলীগ মনে করে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা আধিপত্যবাদী শক্তি ভারতে আশ্রয় গ্রহণ করে এটা প্রমান করেছে ভারতই আমাদের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তীকালীন আসল দুশমন। 

আমারা মনে করি ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করার পূর্বেই বাংলাদেশে ফেরত দিবে।

এসময় উপস্থিত ছিলেন জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের  সহ-সভাপতি। রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, লুৎফর রহমান, দপ্তর সম্পাদক এস কে আরিয়ান শরীফ,  প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক, এনামুল হক এনাম,  ধর্ম সম্পাদকমো: মাহবুব,  সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর। সিরাজুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : পাটওয়ারী
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : পাটওয়ারী
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক