• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আ.লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৭:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকালে থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন:-

১। এস এম জালাল (৫১), সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ, ৩১ নং ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ।
২। মোঃ শিবলু (৪৮), সাধারণ সম্পাদক, ২ নং ইউনিট, ৩৩ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ।
৩। আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), ১৩ নং কার্যনির্বাহী সদস্য, কুমিল্লা জেলা আওয়ামী লীগ।
৪। মোঃ জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), যুগ্ম সাধারণ সম্পাদক, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ, কিশোরগঞ্জ।
৫। আশিকুর রহমান (২৫), যুগ্ম সাধারণ সম্পাদক (নিষিদ্ধ ঘোষিত), জসীমউদ্দিন হল শাখা, ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৬। মাহাবুবুর রহমান হিরন, সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও সাবেক প্রেসিডিয়াম সদস্য, যুবলীগ।
৭। সামসুদ্দীন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর, ৬৫ নং ওয়ার্ড, আওয়ামী লীগ।
৮। মোঃ মিজানুর রহমান (৫২), সভাপতি, গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ।

অভিযানের সময়ক্রম অনুযায়ী, বিকাল ৫:৩০টায় লালবাগ এলাকা থেকে এস এম জালাল, রাত ৮:৩০টায় বংশাল থেকে মোঃ শিবলু, রাত ১০:৩০টায় সেগুনবাগিচা থেকে আফজালুন নেছা হাসান বাসেত এবং মধ্যরাতে ওয়ারী থেকে মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

রাত ১২:১৫টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আশিকুর রহমানকে, রাত ১২:৩০টায় পান্থপথ এলাকা থেকে মাহাবুবুর রহমান হিরনকে এবং রাত ১২:৪৫টায় মাতুয়াইল এলাকা থেকে সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া, রাত ১০:০০টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোড থেকে মোঃ মিজানুর রহমানকে আটক করে ডিবি।

ডিবির এক কর্মকর্তা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম