জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরীক্ষায় তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত হয়।
শনিবার (২ আগস্ট) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা না পাওয়া গেলেও চিকিৎসকরা ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।
দুই দিন বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কিন্তু পরে আবারও অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। তখন হৃদপিণ্ডে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
তার শারীরিক অবস্থার বিবেচনায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিল। তবে তিনি দেশের বাইরে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের মধ্যে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা তৈরি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
ভিওডি বাংলা/জা