• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে আমাদের বিপদ: এ্যানি

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৪:০৭ পি.এম.
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-ছবি সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‌‘রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে গণতন্ত্র পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে এবং আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

শাহবাগে ‘জুলাইযোদ্ধা’দের পক্ষে-বিপক্ষে মারামারির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি-আপনি-আমরা সবাইই জুলাইযোদ্ধা। কিছুসংখ্যক ব্যক্তি যদি আমাদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা করে, তাতে আমরা ব্যথিত হই, ক্ষতিগ্রস্ত হই। এতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়। আমরা একসঙ্গে আন্দোলন করেছি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। যাঁরা গুম-খুন করেছে, হেলিকপ্টার থেকে শিশু হত্যাও করেছে-এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করেছি। এখন হাসিনা পালিয়ে গেলে, আমরা কি একটি বছরও ঐক্যবদ্ধ থাকতে পারবো না? এটা দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।’

রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে এ্যানি বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তবে আমাদের আন্দোলনের অর্জন বৃথা যাবে। আমরা আবার নির্যাতিত হবো, আবার নিপীড়িত হবো। কিন্তু আমাদের কারণে সাধারণ মানুষ কেন নির্যাতিত হবে? তাই আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, গণতন্ত্রের ভিত্তি মজবুত করি এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে গুম-খুন, নির্যাতন এবং রক্তপাত হয়েছে। এই অপরাধের বিচার এখনো হয়নি। তার নির্দেশেই হাজারো মানুষ নিপীড়নের শিকার হয়েছে। এ অপরাধের কোনো ক্ষমা নেই। যদি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বিচার না করে, তবে আগামী দিনে জনগণের সরকার ক্ষমতায় এসে এই বিচার নিশ্চিত করবে। আমরা আশা করি, সেই সরকার হবে বিএনপির নেতৃত্বাধীন এবং তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এই বিচার কার্যকর হবে।’

সভায় লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর
ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর
চিকিৎসার জন্য লন্ডন গেলেন খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য লন্ডন গেলেন খন্দকার মোশাররফ
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ