• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জুলাই বিপ্লব তরুণদের চেতনায় নতুন রাজনীতি-রিজভী

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই বিপ্লব’ তরুণদের চেতনার জাগরণ ঘটিয়েছে এবং এটি নতুন রাজনীতির সূচনা করেছে। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের ইতিহাসে অনেক গৌরবময় ঘটনা রয়েছে, যেগুলো যথাসময়ে প্রকাশ পায় না। বর্তমানে এমন একটি সময় চলছে, যেখানে সত্য বলা ও ইতিহাস তুলে ধরা কঠিন হয়ে উঠেছে। সত্য কথন যেন এখন অপরাধে পরিণত হয়েছে।"

তিনি আরও বলেন, ‘১৬ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা নিপীড়ন, গ্রেফতার, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। সেই বাস্তবতার পটভূমিতে জন্ম নেয় ‘জুলাই বিপ্লব’। দেশের মানুষ চায় তাদের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক, কারও একক ইচ্ছার ওপর নয়।’

তরুণদের ভূয়সী প্রশংসা করে রিজভী বলেন, ‘তারা মিথ্যার বয়ানে বিশ্বাস করেনি। পরিবার ও শিক্ষাঙ্গন পেরিয়ে তারা রাজপথে বুক পেতে দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে সাহায্য করেছে, কিন্তু গুলি থামেনি।’

তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকার বছরের পর বছর মিথ্যা প্রচার চালিয়ে গেছে। কিন্তু তরুণ প্রজন্ম সত্য অনুধাবন করতে পেরেছে।

বাংলাদেশের ঐতিহাসিক প্রতিরোধের ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী আন্দোলন, তিতুমীর, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ধারণ করে। এ জাতিকে মিথ্যা দিয়ে চিরতরে দমন করা যায় না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সঞ্জয় দে রিপন, মনিরুজ্জামান মনির ও জিকরুল হাসানসহ অনেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম