• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই বিপ্লব তরুণদের চেতনায় নতুন রাজনীতি-রিজভী

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই বিপ্লব’ তরুণদের চেতনার জাগরণ ঘটিয়েছে এবং এটি নতুন রাজনীতির সূচনা করেছে। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের ইতিহাসে অনেক গৌরবময় ঘটনা রয়েছে, যেগুলো যথাসময়ে প্রকাশ পায় না। বর্তমানে এমন একটি সময় চলছে, যেখানে সত্য বলা ও ইতিহাস তুলে ধরা কঠিন হয়ে উঠেছে। সত্য কথন যেন এখন অপরাধে পরিণত হয়েছে।"

তিনি আরও বলেন, ‘১৬ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা নিপীড়ন, গ্রেফতার, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। সেই বাস্তবতার পটভূমিতে জন্ম নেয় ‘জুলাই বিপ্লব’। দেশের মানুষ চায় তাদের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক, কারও একক ইচ্ছার ওপর নয়।’

তরুণদের ভূয়সী প্রশংসা করে রিজভী বলেন, ‘তারা মিথ্যার বয়ানে বিশ্বাস করেনি। পরিবার ও শিক্ষাঙ্গন পেরিয়ে তারা রাজপথে বুক পেতে দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে সাহায্য করেছে, কিন্তু গুলি থামেনি।’

তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকার বছরের পর বছর মিথ্যা প্রচার চালিয়ে গেছে। কিন্তু তরুণ প্রজন্ম সত্য অনুধাবন করতে পেরেছে।

বাংলাদেশের ঐতিহাসিক প্রতিরোধের ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী আন্দোলন, তিতুমীর, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ধারণ করে। এ জাতিকে মিথ্যা দিয়ে চিরতরে দমন করা যায় না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সঞ্জয় দে রিপন, মনিরুজ্জামান মনির ও জিকরুল হাসানসহ অনেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার