• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আগামীকাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ হবে।

শুরুতে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ। শেখ হাসিনা, কামাল ছাড়াও এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ১৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
 
এর আগে গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খায়রুল হকের ফাঁসির দাবিতে উত্তাল হাইকোর্ট
খায়রুল হকের ফাঁসির দাবিতে উত্তাল হাইকোর্ট
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট
শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট