• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার উত্থিত হবে: নজরুল

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৫:৩২ পি.এম.
নজরুল ইসলাম খান-ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।

আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘নির্বাচন যদি বিলম্বিত হয় বা যথাযথ পদ্ধতিতে না হয়, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনও অনেক জায়গায় ক্ষমতাসীন দলের প্রভাব রয়ে গেছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের দূরত্ব তৈরি হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। তবে বৃহত্তর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার