• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ আগস্টে সারাদেশে গণমিছিল করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০৯:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে গণমিছিল করবে জামায়াত। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (২ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে।

গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বানও জানিয়েছে।

এই মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে গণমিছিল পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
জনপ্রিয়তা বেড়েছে এনসিপির