• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে : শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৩:২৬ পি.এম.
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে সবটা ভেঙে পড়বে। এটাকে ৮ মাসে ১০ মাসে বা এক বছরে ঠিক করা সম্ভব নয়।

রোববার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, আইনের ও প্রশাসনের স্ট্রাকচার শেষ। আপনাদেন নায্য দাবি দাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। জেলা প্রশাসক যদি না শোনে তাহলে আমার মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে।

তিনি বলেন, আপনারা নেতা হয়েছেন শুধু ভোটের জন্য না। আপনাকে নেতা করা হয়েছে যেন আপনি তাদের সঠিক পথে চালাতে পারেন। আপনি যদি বেঠিক পথে চালান তাহলে আমাদের দেশের কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়বে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২ জনের হাতে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া