• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির সমাবেশ নিয়ে সারজিসের ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পি.এম.
সারজিস আলম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ ঘিরে এক গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা দিয়েছেন। 

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা ৫৪ মিনিটে প্রকাশিত ওই ভিডিও বার্তায় সারজিস আলম বলেন, ‘আজ ৩ আগস্ট। এক বছর পর এই দিনে বিকেল ৪টায় আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়াবো, দেশের মানুষের সামনে এনসিপির ইশতেহার উপস্থাপন করতে। এ উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জানানো প্রয়োজন।’

আয়োজনে সচেতনতা ও শৃঙ্খলার আহ্বান সারজিস আলম দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রোগ্রামের কারণে কর্মজীবীদের কিছুটা ভোগান্তি হতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সাময়িক অসুবিধা হতে পারে। এজন্য আমরা আগেই দুঃখ প্রকাশ করছি।’

তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের চলাফেরা ও কথাবার্তায় যেন সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যেন কেউ প্যাকেট, খাবার বা পানির বোতল ফেলে না রাখে। নির্দিষ্ট স্থানে ডাস্টবিন ব্যবহার করতে হবে।’

পরিবেশ রক্ষায় নির্দেশনা: সমাবেশ শেষে এলাকাটি পরিষ্কার রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কোনো প্যাকেট, বোতল বা উচ্ছিষ্ট পড়ে থাকলে তা আমাদেরই পরিষ্কার করে ফেলতে হবে। সবাই মিলে পরিবেশ সুন্দর রাখতে হবে।’

যানবাহন ও চিকিৎসা সেবা নিয়ে নির্দেশনা: সমাবেশে অংশ নিতে আসা বাসগুলোর বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের রাস্তায় কোনো বাস রাখা যাবে না। সব বাস পুরাতন বাণিজ্য মেলা এলাকায় রাখার ব্যবস্থা করতে হবে।’

চিকিৎসা সহায়তা নিয়ে তিনি জানান, শহীদ মিনার সংলগ্ন এলাকায় মোবাইল টয়লেট এবং আইন বিভাগের ভবনে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে। প্রয়োজনে পাশে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া যাবে।

ছাত্রদলের প্রতি শ্রদ্ধা ও উসকানি থেকে বিরত থাকার আহ্বান সারজিস আলম আরও বলেন, ‘আজ শাহবাগে আমাদের সহযোদ্ধা ছাত্রদলের বড় একটি প্রোগ্রাম রয়েছে। তাদের প্রতি আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ বিভ্রান্তি ও উসকানি দিতে পারে, তারা আমাদের কেউ নয়। কোনোভাবেই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।’

শেষে তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন একটি সুশৃঙ্খল, সচেতন ও সফল প্রোগ্রাম উপহার দিতে পারি।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান এ্যানির
বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান এ্যানির