শহিদদের নামেই পরবর্তী স্থাপনার নামকরণ করা হবে: ইবি উপাচার্য


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমরা যেন জুলাই অভ্যুত্থানের শহিদদের ভুলে না যায়। ইতোমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা শহিদের নামে নামকরণ করেছি। ক্যাম্পাসের আগামী স্থাপনা গুলো ছাত্র-শিক্ষকদের মতামতের ভিত্তিতে শহিদ ও ইবি'র বরেণ্য ব্যক্তিত্ব যারা এই ক্যাম্পাসের জন্য রক্ত দিয়েছিল তাদের নামেই নামকরণ করা হবে।
রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত "ছাত্র-শিক্ষক সংহতি দিবসে” শহিদ পরিবারের সাথে মতবিনিময় স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।
অনুষ্ঠানে জুলাই বিপ্লব বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আমরা চলে যাব কিন্তু আগামী প্রজন্ম যেন শহিদ পারিবারকে স্মরণে রাখে।আমরা সকলে আজীবন শহিদের জন্য দোয়া করবো, তারা না হলে আমি এখানে থাকতাম না। শহিদের রক্তের বিনিময়ে একদল বেঁচে যায়, তাদের দায়িত্ব থাকে সেই রক্তের ঋণকে শোধ করা। আমরা যেন সেই রক্তের ঋণ শোধ করতে পারি সে জন্য আল্লাহ কাছে সাহায্য কামনা করছি।
রক্তের বিনিময়ে সবসময় পরিবর্তন সাধিত হয়। আর রক্ত দিতে ঐক্যবদ্ধভাবে একটি জাতিকে জাগ্রত হতে হয়। ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিস্ট শাসনকে উৎপাটিত করা যেত না। আমাদের জাতি যে দেশ পেয়েছে সেই দেশ আর পেছনে ফিরে যাবে না, আর গণতন্ত্রহীন হবে না, বৈষম্যমূলক হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেকে নিবেদিত করতে হবে।
এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করে বলেন, শহিদের রক্তের ঋণ পরিশোধ করা কোনো একক ব্যক্তি বা দলের পক্ষে সম্ভব নয়। আপনারা একটি সুন্দর দেশ গড়ুন, না হলে শহিদের রক্তের ঋণ শোধ হবে না।
ভিওডি বাংলা/ এমএইচ