• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ১০:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজ সোমবার (৪ আগস্ট) সংগঠনের ৭৮ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা, উপহার এবং আর্থিক অনুদান প্রদান করবে।

গতকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, “এটি কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শনের আয়োজন নয়, বরং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ।” অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানানো হবে বলেও তিনি জানান।

এছাড়া, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদানের জন্য যুবদলের ১২ জন প্রবাসী নেতা এবং ছয়জন প্রয়াত নেতাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। জুলাই আন্দোলনে সক্রিয় মহানগর ও জেলা ইউনিটের নেতারাও এই সম্মাননার আওতায় থাকবেন।

মোনায়েম মুন্না জানান, ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে। আজ ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১,৫০০ শিশু-কিশোর অংশ নেবে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। প্রতিযোগিতার শীর্ষ ৫০ জন অংশগ্রহণকারীকে দেওয়া হবে সনদ ও উপহারসামগ্রী।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছেন, তাদের প্রতি আহ্বান-রাজনীতি যেন উত্তপ্ত না হয়। দুইয়ে-দুইয়ে সব সময় চার হয় না।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক এবং উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম