৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়: ৪০% ক্লাস অনলাইনে, ৬০% সশরীরে


ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ সশরীরে (অফলাইনে) অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান এই তথ্য জানান। তিনি বর্তমানে সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন।
অতিরিক্ত সচিব জানান, প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের। সব ধরনের পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স অধ্যয়ন করবেন। পরবর্তী চার সেমিস্টার ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স অধ্যয়ন করবেন। তবে পঞ্চম সেমিস্টারে শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ইচ্ছানুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবেন। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না।
ভিওডি বাংলা/জিা