• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশৃঙ্খলা ঠেকাতে রাজশাহী নগরীজুড়ে পুলিশের চেকপোস্ট

রাজশাহী ব্যুরো    ৪ আগস্ট ২০২৫, ০১:৩৯ পি.এম.
ভিওডি বাংলা

এই মাসে মহানগরীতে কোন গোষ্ঠি যেন বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করতে না পরে সে জন্য পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

বিশেষ সতর্কতার অংশ হিসেবে শনিবার থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। আর এমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো মহানগরীর আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।

কি ধরণের বিশৃংখার চেষ্টা হতে পারে তা নিয়ে অবহতি করতে ইতোমধ্যে মিটিং করা হয়েছে এবং তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ নিয়ে গত বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। একটি টেলিভশনকে দেওয়া সাক্ষাতকারে এ সব তথ্য জানান তিনি। 

তিনি আরও বলেন, শুধু ৫ আগস্ট নয়, পুরো আগস্ট মাসজুড়ে আমাদের কর্মপরিকল্পনা রয়েছে। পুলিশের সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি আগস্ট মাসে আমাদের কি কি পরিকল্পনা। আমরা সবাই সতর্ক যাতে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।

পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন অপতৎপরতা বন্ধ নেই। অনেকে চেষ্টা করছে বিশৃংখলা সৃষ্টির। সে কারণে কেউ যেন কোন ধরণের অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেখানে আমারা এ ধরণের তথ্য পাব সেখানেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চেকপোস্টে পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের এবং যানবাহন তল্লাশি করছেন, যাতে কোনো অপরাধী বা অবৈধ মালামাল শহরে প্রবেশ করতে না পারে। এই কার্যক্রমের মাধ্যমে মহানগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং তারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করছেন।

অপরদিকে, আরএমপির পক্ষ থেকে যেকোনো অভিযোগ, তথ্য বা আইনগত সেবা পেতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯ -এ যোগাযোগ করা যাবে। এছাড়া সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে সাইবার হটলাইন +৮৮০১৩২০-০৬১৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী তানোরে কমছে ফসলি জমি, বাড়ছে লিজ ও ধানের দাম
রাজশাহী তানোরে কমছে ফসলি জমি, বাড়ছে লিজ ও ধানের দাম
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু
ঝালকাঠির পেয়ারার দ্বিগুণ দামে  খুশি কৃষক-উদ্যোক্তারা
ঝালকাঠির পেয়ারার দ্বিগুণ দামে খুশি কৃষক-উদ্যোক্তারা