টপ নিউজ
সংস্কার ছাড়া অন্য কিছু মানবো না: ডা. জারা
৪ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পি.এম.


জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। ছবি-সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য এক বছর পরও অর্জন হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সোমবার (৪ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, যেই উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই উদ্দেশ্য এক বছর পরও আমরা অর্জন করতে পারলাম না। তবে এই রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু আমরা মানবো না।
ডা. তাসনিম জারা বলেন, ‘যেই সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যেই পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না। কিন্তু পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?’
ভিওডি বাংলা/ এমপি