• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গতিরোধকের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

বরিশাল প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পি.এম.
ভিওডি বাংলা

গতিরোধকের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। সোমবার (০৪ আগস্ট) বেলা ১২ টার দিকে এ মহাসড়ক অবরোধ করে নগরের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তাদের মাদ্রাসার সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের অবস্থান। এটি দিয়ে শুধু দূরপাল্লার নয় নগরের যানবাহনও চলাচল করে। আর এই ব্যস্ততম মহাসড়কের পাশেই সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অবস্থান। ফলে বেশিরভাগ শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের এই মহাসড়কটি পাড় হয়ে মাদ্রাসায় আসতে হয় এবং মহাসড়ক পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। যার কারণে আমরা দীর্ঘদিন ধরে মাদ্রাসার সামনের ওই সড়কে একটি গতিরোধক  স্থাপনের দাবি করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি আমাদের মাদ্রাসার এক শিক্ষিকা রাস্তাটি পাড় হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হয় এবং তার পা ভেঙ্গে যায়। যার ফলে শিক্ষার্থীরা পূর্বের ন্যায় একটা গতিরোধক স্থাপনের দাবি তোলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কেউ এতে ভ্রূক্ষেপ করছে না। তাই আমরা সেই দাবিতে  রোববার মানববন্ধন করি কিন্তু আমাদের কথা কেউ শুনেনি, বাধ্য হয়ে সোমবার মহাসড়ক অবরোধ করেছি। গতিরোধক বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত না হলে এবং দৃশ্যমান কাজ শুরু না হলে আন্দোলন চলবে।

এদিকে অবরোধের ফলে মহাসড়কের দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়, পাশাপাশি নগরের বিভিন্ন সড়কেও তীব্র যানজট দেখা দেয়। তবে বেলা দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভিওডি বাংলা/এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র ভোগান্তি
সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮
সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮