• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই আন্দোলনে

চিকিৎসকদের অবদান যথাযথ স্বীকৃতি দাবি গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৮:৫০ পি.এম.
চিকিৎসক সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় চিকিৎসকদের নির্ভীক ভূমিকার যথাযথ স্বীকৃতি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "বিলম্ব না করে জুলাই সনদ, ডিক্লারেশন ও চার্টারে চিকিৎসকদের অবদান অন্তর্ভুক্ত করতে হবে। ইতিহাসকে অসম্পূর্ণ রাখা যাবে না।"

সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত এক চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, "আমরা তখন কারাগারে বন্দি ছিলাম, কিন্তু সেখান থেকেও আন্দোলনের উত্তাল ঢেউ অনুভব করেছি। মনে হয়েছিল, গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে, আর ফ্যাসিস্ট শাসকের পতন এখন শুধু সময়ের ব্যাপার।"

তিনি চিকিৎসকদের অবদানের প্রশংসা করে বলেন, "জুলাই বিপ্লবে আহতদের সেবায় চিকিৎসকদের নিষ্ঠা আমাদের কৃতজ্ঞতার দাবিদার। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়, তারাই জাতির প্রকৃত অভিভাবক।"

চিকিৎসকদের আত্মত্যাগকে ‘একটি বিপ্লব’ উল্লেখ করে তিনি বলেন, "এই স্মৃতি ধরে রাখতে একটি স্মরণিকা প্রকাশ করা প্রয়োজন। আগামী তিন মাসের মধ্যে এটি প্রকাশ সম্ভব বলেই আমি মনে করি। জামায়াতে ইসলামী এ উদ্যোগে সব ধরনের সহায়তা দেবে।"

তবে তিনি অভিযোগ করেন, "চিকিৎসকদের একটি পক্ষ রাজনৈতিক আনুগত্যের কারণে আহতদের চিকিৎসা দিতে অপারগতা দেখিয়েছে, যা মানবতা ও পেশাদারিত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করা দরকার। এনডিএফকে এ বিষয়ে সচ্চার হতে হবে।"

চিকিৎসকদের সংগঠিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, "জামায়াতে ইসলামীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে এনডিএফকে হতে হবে বাংলাদেশের নেতৃত্বশীল চিকিৎসক সংগঠন। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই আগামী দিনের পথপ্রদর্শক।"

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, "সাহস, ত্যাগ আর বিশ্বাসের ধারাবাহিকতা বজায় থাকলে, এনডিএফ ভবিষ্যতে দেশের চিকিৎসকদের অন্যতম প্রতিনিধিত্বশীল সংগঠন হয়ে উঠবে।"

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু