• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৮:৫১ পি.এম.
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি-সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

উপদেষ্টা বলেন, বিএনপিকে দলগতভাবে দাওয়াত করা হয়েছে। সেখান থেকে তাদের কে কে আসবেন সেটা দলটি ঠিক করবে। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান আয়োজনে সরকার সকল বড় দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের মতামত নিয়েছে।

এর আগে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ জানান, মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে এখনও বিএনপি দাওয়াত পায়নি। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ জুলাই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি আর এরসঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।’

‘সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।’ ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া