• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপিকে ‘কিংস পার্টি’ বলল টিআইবি

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৯:৩৯ পি.এম.
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি-সংগৃহীত

কর্তৃত্ববাদী সরকারপতনের পর এক বছরের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (৪ আগস্ট) ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রশাসন চালাতে গিয়ে সরকারের সমন্বয়ের ঘাটতি ও সিদ্ধান্তহীনতার কথা বলা হয়েছে গবেষণা প্রতিবেদনে। একইসাথে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয় গবেষণায়।

গবেষণা প্রতিবেদন পর্যবেক্ষণে বলা হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। এই কিংস পার্টি কারা—এ প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা গোপন করার কিছুই নেই। এটি জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি। কারণ, এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন, তাদের মধ্যে দুজন সরকারে এখন আছেন। সে হিসেবে কিংস পার্টি।’

অনুষ্ঠানে এক বছরের মূল্যায়ন। গুণগত গবেষণাপদ্ধতিতে করা টিআইবির প্রতিবেদনে অন্তবর্তী সরকারের নানা কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন বড় দল ও সহযোগীদের কর্মকাণ্ড নিয়েও। জোর দেন, ঐকমত্য হওয়া সংস্কার বাস্তবায়নের ওপর। না হলে ঘনীভূত হতে পারে রাজনৈতিক সংকট।

টিআইবির আশা এই গবেষণা এক বছরে সুশাসনের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেবে অংশীজনদের।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া