ফ্যাসিস্ট পালানোর পর বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে: তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একুশ শতকের বিভীষিকাময় ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আজকের দিনটি গণতন্ত্রপ্রেমী জনগণের জন্য আনন্দ ও বিজয়ের দিন। এক বছর আগে এই দিনে ফ্যাসিস্ট শাসক দেশ ছেড়ে পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা প্রতি বছর সরকারি ছুটির দিন হিসেবে উদযাপিত হবে।’
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শাসক দেড় দশকের বেশি সময় ধরে গুম, খুন, অপহরণ ও মামলা-হামলার রাজনীতি চালিয়েছে। বিএনপিসহ বিরোধী দলের লাখো নেতাকর্মীকে মিথ্যা মামলায় ঘরছাড়া করা হয়েছে। অনেকের পরিবার ভেঙে গেছে।
তারেক আরও বলেন, ‘দেশে শত শত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল। যেখানে মানুষকে বছর বছর আটকে রাখা হতো। আজও বিএনপি নেতা ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমের খোঁজ মেলেনি।’
তিনি অনুমান করেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে বই-খাতার পরিবর্তে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল অস্ত্র। দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান।
ভিওডি বাংলা/জা