• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ১০:১১ এ.এম.
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

আজ ৫ আগস্ট (৩৬ জুলাই) মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করা হবে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

গতকাল সোমবার (৫ আগস্ট ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দিনব্যাপী ‘৩৬ জুলাই’ উদযাপন: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল ১১টা থেকে শুরু হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান ‘৩৬ জুলাই উদযাপন’। আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

আয়োজনে রয়েছে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও গণজমায়েত। সকাল ১১টায় শুরু হয় ‘টং’-এর গান দিয়ে। এরপর একে একে মঞ্চে পারফর্ম করেন সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব, তাশফির, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড।

দুপুর ২টা ২৫ মিনিটে উদযাপন করা হয় ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’। এরপর ফের শুরু হয় কনসার্ট। মঞ্চে পারফর্ম করেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ।

বিকেলে ঘোষণাপত্র পাঠ ও সন্ধ্যায় লাখো কণ্ঠে গান: আসরের নামাজের বিরতির পর বিকেল ৫টায় উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ ঘোষণাপত্র পাঠে অংশ নেবেন আন্দোলনের বিভিন্ন পক্ষ।

সন্ধ্যায় সংসদ ভবনের সামনে একত্রিত জনতা গাইবে ‘জুলাইয়ের গান’ - “কতো বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা...”

রাতের আয়োজন: ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে সংগীতানুষ্ঠান। পারফর্ম করবেন বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর, পারশা এবং এলিটা করিম। এরপর থাকছে বিশেষ ড্রোন শো ও ড্রোন ড্রামা। রাত ৮টায় চূড়ান্ত পরিবেশনায় মঞ্চে উঠবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

পোস্টকার্ডে ‘নোটস অন জুলাই’

এছাড়া ‘নোটস অন জুলাই’ শিরোনামে আয়োজন থাকছে পোস্টকার্ড কার্যক্রমের। জুলাইয়ের গুরুত্বপূর্ণ ছবির ছাপ দেয়া পোস্টকার্ড স্বেচ্ছাসেবকেরা জনতার মাঝে বিতরণ করবেন, যেখানে মানুষ নিজেদের ‘জুলাই অভিজ্ঞতা’ লিখে ভাগ করে নিতে পারবেন।

ভিওডি বাংলা/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া