• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আদালতের নির্দেশে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির সিনিয়র কো: চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। ১ম যুগ্নু জেলা জজ আদালত ঢাকার আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রেসিডিয়াম সভা। সভা বুধবার (৬ আগস্ট) বিকাল চারটা পর্যন্ত মুলতবি ঘোষনা  করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১:০০ঘটিকায় গুলশান-২ এর ৪৪ নং রোডের ১২১ নং বাড়ির হল রুমে সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে, এডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশিদ,নরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ ইয়া চৌধুরী সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে জি এম কাদের যাদেরকে বহিষ্কার করেছিলেন,তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে  স্ব-স্ব  পদে পুর্নবহাল করা হয়।জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ব্যারিস্টার আনিসুল ইসলাম  মাহমুদের সভাপতিত্বে  অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন,কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব এডভোকেট মোঃ মুজিবুল হক, চুন্নু, প্রেসিডিয়াম সদস্য, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ,নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ), লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান। 

এছাড়া দেশ বিদেশে অবস্থানরত ফখরুল ইমাম, লেঃ জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল,আমিনুল ইসলাম ঝন্টু ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং প্রদান করেন। প্রেসিডিয়াম সভায় দেশের চলমান রাজনীতি এবং আগামী দিনে জাতীয় পার্টির করণীয় এবং সাংগঠনিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার