• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাড-ক্যাব এর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক একমাত্র সংগঠন Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)-এর ২০২৫ - ২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান 

সোমবার (০৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকনটিনেন্টাল-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্য ফ্যাড-ক্যাব (FACD-CAB) নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার জনাব আতিকুর রহমান-এর নিকট থেকে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ব্যবসায়ী সংগঠন FBCCI এর সম্মানিত প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাড ক্যাব এর সাধারণ সদস্যবৃন্দ, FBCCI-এর মহাসচিব ও অন্যান্য উর্ধ্বতন নেতৃবৃন্দ, ব্রিটিশ কাউন্সিল, বিভিন্ন ব্যাংক, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং দেশ-বিদেশে উচ্চশিক্ষা খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দ।

শপথ গ্রহণ শেষে, কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা ফ্যাড-ক্যাব (FACD-CAB) -এর সার্বিক উন্নয়ন এবং বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে নিরাপদ ও প্রতারণামুক্ত একটি পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নতুন কমিটির নেতৃত্বে ফ্যাড-ক্যাব (FACD-CAB) কে ভবিষ্যতে আরো দক্ষ, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রফেসর মাসুম ইকবাল ডিআইইউ-এর উপ-উপাচার্য নিযুক্ত
প্রফেসর মাসুম ইকবাল ডিআইইউ-এর উপ-উপাচার্য নিযুক্ত
পাবিপ্রবি ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর সনদ বাতিল ও বহিষ্কার
পাবিপ্রবি ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর সনদ বাতিল ও বহিষ্কার
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ