• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না : এ্যানি

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের কোনো স্থান আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের একটা বছর পার হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু বিচার ব্যবস্থা আরও দ্রুত করতে হবে, দৃশ্যমান করতে হবে। হাসিনার বিরুদ্ধে দুইশর বেশি মামলা হয়েছে। অন্তত দুইটা মামলার রায় হওয়া দরকার ছিল। হয় নাই, মনে কষ্ট। দুইশ মামলার রায় হইলে কত বছর জেল খাটতে হবে? এরপরও বাংলাদেশে ষড়যন্ত্র করে। দেশে বসেও করে, দেশের বাহিরেও করে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বিএনপির একটি আদর্শ আছে। অন্য রাজনৈতিক দলেরও আদর্শ আছে। আমি আমার আদর্শ নিয়ে মাঠে থাকবো। কিন্তু বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্টের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে ইনশাআল্লাহ। এই ঐক্য ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরকে আমার আপনার মনের মতো করে গড়তে চাই। 

তিনি বলেন, আমরা আজ সবাই একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যটা কঠিন, এই ঐক্যটা ধরে রাখতে হবে। একটি গোষ্ঠী আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়। কিন্তু আমরা দেব না। কারণ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এরপরও আমাদের বিজয়-আমাদের ত্যাগকে কেউ কেড়ে নেবে, কোনো দিন হতে দেব না ইনশাআল্লাহ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি