• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোনে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু, চলছে কাউন্সেলিং

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ১০:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দুর্ঘটনার ১২ দিনের ছুটি ও দুই দিনের মানসিক প্রশমন কর্মসূচির পর আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দুই দিন ক্যাম্পাসে আয়োজন করা হয়েছিল দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও গ্রুপ কাউন্সেলিং। আজ থেকে ধাপে ধাপে পুরোদমে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। পাশাপাশি পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম চালু থাকবে।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, ‌‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া। কাউকে জোর করা হয়নি, বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফেরানো হচ্ছে। দুর্ঘটনার দিন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের মানসিক প্রভাব বেশি দেখা গেছে। তাদের জন্য আলাদা করে বিশেষ কাউন্সেলিং সেশন রাখা হয়েছে।’

তিনি আরও জানান,  একটি সেশন যথেষ্ট নয়, অনেক শিক্ষার্থীর জন্য ধারাবাহিক সেশনের প্রয়োজন। আমরা ফর্ম মাস্টারদের মাধ্যমে ফিডব্যাক নিচ্ছি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে। 

কলেজ প্রশাসনের তথ্য অনুযায়ী, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব মনোবিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং চললেও এখন গ্রুপ সেশনের মাধ্যমে সব শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এদিকে, কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যেসব শিক্ষার্থী এখনো ট্রমায় আছে, তারা চাইলে কলেজের অন্য শাখা বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না বলেও তিনি জানান। সরকারের গঠিত তিনটি তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে ওই ভবন নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রফেসর মাসুম ইকবাল ডিআইইউ-এর উপ-উপাচার্য নিযুক্ত
প্রফেসর মাসুম ইকবাল ডিআইইউ-এর উপ-উপাচার্য নিযুক্ত
পাবিপ্রবি ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর সনদ বাতিল ও বহিষ্কার
পাবিপ্রবি ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর সনদ বাতিল ও বহিষ্কার
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ